আজকাল ওয়েবডেস্ক: শাড়িকে বিশ্বের অন্যতম আভিজাত্যময় পোশাক বলা হয়। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, আসল আবেদন বাড়িয়ে দেয় ব্লাউজ। নিখুঁতভাবে নির্বাচিত ব্লাউজ একটি সাধারণ শাড়িকেও আকর্ষণীয় করে তোলে। আবার ভুল নকশার ব্লাউজ সমগ্র লুককে ব্যর্থ করে দিতে পারে। বর্তমান ফ্যাশন দুনিয়ায় তাই ব্লাউজ নকশার নতুন নতুন ধারা ক্রমশ বাজার দখল করছে। বিয়ের আসর থেকে শুরু করে কর্পোরেট পার্টি—সব ক্ষেত্রেই দৃষ্টি কাড়ছে এই আধুনিক ব্লাউজের ট্রেন্ড।
আরও পড়ুন: পুরুষাঙ্গ লম্বা করার বেআইনি চক্র ফাঁস! লিঙ্গোত্থান অস্ত্রোপচার চলার মধ্যেই খপ করে ধরল পুলিশ
জনপ্রিয় নকশা:
স্ক্যালপ নেক
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পছন্দের এই নকশায় গভীর ব্যাক-কাট এবং মোটা স্ট্র্যাপ থাকে। ঝলমলে পার্টি শাড়ির সঙ্গে এটি দারুণ মানায়।
ভি-নেক ব্লাউজ
একাধারে চিরন্তন আবার আধুনিকও। প্রিয়াঙ্কা চোপড়া বারবার এই ডিজাইন বেছে নেন। যে কোনও পরিস্থিতিতে এটি নিরাপদ এবং গ্ল্যামারাস বিকল্প।
হাতার নতুন ধারা:
শাড়ির ব্লাউজে কেবল নেকলাইন নয়, হাতার নকশাতেও এসেছে নানা বৈচিত্র্য। বিশেষ করে মোটা বা চওড়া বাহু ঢাকতে এবং স্লিম লুক দিতে এই নতুন হাতার কাট এখন বাজারে সাড়া ফেলেছে।
কেপ স্লিভস: কাঁধ থেকে ঢেকে বাহু পর্যন্ত নেমে আসে। ঢিলেঢালা ও প্রবাহিত কাট শরীরকে দেয় স্লিম লুক।
কাফ স্লিভস: কবজি পর্যন্ত টাইট ফিটিংয়ে থাকে, উপরের অংশ হালকা ঢিলেঢালা। ফর্মাল এবং ট্র্যাডিশনাল—দুই লুকেই সমান মানানসই।
বেল স্লিভস: কাঁধ থেকে লাগানো হাতা নীচের দিকে প্রশস্ত হয়। ফিউশন ও ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে জনপ্রিয়।
ডায়াগোনাল স্লিভস: বাহুতে তির্যক কাট, যা বাহুকে লম্বা ও চিকন দেখায়।
ফ্লেয়ার্ড স্লিভস: কাঁধ থেকে নীচের দিকে ঝুঁকে চওড়া হয়, ফলে বাহুর প্রস্থ কম দেখায়।
থ্রি-ফোর্থ স্লিভস: কনুইয়ের নীচে গিয়ে থামে। ক্লাসিক, মার্জিত এবং বহুমুখী ডিজাইন।
পাফ স্লিভস: কাঁধে সামান্য ভলিউম দিয়ে হাতের ভারসাম্য বজায় রাখে। শাড়ি এবং কুর্তা—দুই ক্ষেত্রেই অত্যন্ত স্টাইলিশ।
বিশেষজ্ঞ মত:
ফ্যাশন ডিজাইনারদের মতে, শরীরের গড়ন, অনুষ্ঠান ও শাড়ির ধরন—সবকিছু মাথায় রেখেই ব্লাউজ বেছে নেওয়া উচিত। কেবল সৌন্দর্য নয়, আরাম ও আত্মবিশ্বাসও সমান জরুরি। আজকের বাজারে ব্লাউজ কেবল শাড়ির পরিপূরক নয়, বরং এটি নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। ফলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সী মহিলারা—সবাই নিজের মতো করে এই নকশাগুলিকে গ্রহণ করছেন।

মহিলাদের সৌন্দর্যের আসল রহস্য অনেক সময় শাড়ির আড়ালে নয়, বরং ব্লাউজের নিখুঁত নকশায় লুকিয়ে থাকে। একদিকে ব্লাউজ শাড়িকে সম্পূর্ণতা দেয়, অন্যদিকে এটি নারীকে আত্মবিশ্বাসী করে তোলে। ব্লাউজের কাট, হাতার ধরন, কিংবা নেকলাইন—সবই শরীরের গড়নকে ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। ফলে যে কোনও সাধারণ শাড়িও অনন্য হয়ে ওঠে। আজকের দিনে ব্লাউজ শুধুই পোশাক নয়, বরং এক ধরনের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। সঠিক ব্লাউজ বেছে নিতে পারলে নারীর সৌন্দর্য আরও ফুটে ওঠে এবং তাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। তাই বলা হয়—শাড়ির শোভা বাড়ায় ব্লাউজই। এভাবেই ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে ব্লাউজ এখন হয়ে উঠছে শাড়ির ‘গেম-চেঞ্জার’।
