আজকাল ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার চাঁদ ধনু রাশিতে অবস্থান করছে। আর সূর্যের অবস্থান রয়েছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে, আজ ভাদ্র শুক্লা নবমী তিথি। আজকের দিনে পাঁচ রাশির জীবনে রয়েছে অর্থযোগ। তাহলে উন্নতি-সাফল্যের শিখরে পৌঁছবেন কারা? কাদের ভাগ্য খুলছে আজ? জেনে নিন রাশিফল-

মেষ রাশি- আজ মেষ রাশির মানুষদের কেরিয়ারে বড় পরিবর্তন আসতে পারে।আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করে সাফল্য পাবেন। আর্থিক ক্ষেত্রে লাভ পেতে পারেন। কেরিয়ারে নতুন কোনও সুযোগ আসতে পারে। পরিবারে সুখ-শান্তি থাকবে। শরীরের দিকে খেয়াল রাখুন। 

বৃষ রাশি- আজকের দিনটি বৃষ রাশির জন্য শুভ। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বাড়ার খবর আসতে পারে। যার জন্য কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। পরিবারের সঙ্গে তীর্থস্থানে যেতে পারেন।

মিথুন রাশি- আজকের দিনটা ভাল-খারাপ মিশিয়ে চলবে। কর্মক্ষেত্রের কিছু নতুন লাভজনক সুযোগ পেতে পারে, যা আগামী দিনে কেরিয়ারে বড় সুযোগ নিয়ে আসবে। ব্যবসায় নতুন পরিকল্পনা করতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। 

কর্কট রাশি- আজ কোনও সৃজনশীল কাজ করতে পারেন। দীর্ঘদিন বাদে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনি আজ যে কাজই করুন না কেন, সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে করতে হবে। তবেই মিলবে সাফল্য। 

সিংহ- আজ কর্ম ব্যস্ততায় মধ্যে দিন কাটবে। ধর্মীয় এবং সামাজিক কাজের জন্য সময় বের করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীকে কোথাও নিয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, তবে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। 

কন্যা- নিজের আচরণ নিয়ে সতর্ক হন। কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। আপনার অগ্রগতি দেখে সহকর্মীরা সন্দেহ করতে পারে। সন্ধেবেলা কোনও শুভ কাজে যোগ দিতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। 

তুলা- সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করলে তা সম্পূর্ণ হবে। সন্ধেবেলা কোনও রকম বিবাদ এড়িয়ে চলুন। 

বৃশ্চিক- চাকরি বা ব্যবসায় নতুনত্ব এলে পরে সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে পরিবারে কোনও বিবাদ চললে আজ তা শেষ হয়ে যেতে পারে। ফলে পরিবারে শান্তি থাকবে। 

ধনু- কোনও নতুন কাজ হাতে পেতে পারেন । ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন।ব্যবসায়ে সাবধানে ঝুঁকি নিন। অন্যথায় আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে।

মকর- দৈনন্দিন কাজের পাশাপাশি আজ আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করলে অনেকাংশে সফল হবেন। সন্তানের শিক্ষার বিষয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।।

কুম্ভ- আজ কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাজ ভেবেচিন্তে করা উচিত।  খাদ্যাভাসে অসতর্ক হলে অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্যবসায়িক সুবিধা পেতে পারেন।

মীন- কোনও সমস্যায় পড়লেও বুদ্ধিমত্তার সাহায্যে তা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজ কোনও সমস্যা দেখা দিলে মেজাজ হারালে চলবে না। সন্ধেবেলা বাড়িতে পুজো, যজ্ঞ ইত্যাদির আয়োজন করতে পারেন।