আজকাল ওয়েবডেস্কঃ বাড়ির আদরের কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করে চলেছে। কেন ডাকছে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। পায়ের কাছে এসে মিউ মিউ করছে ছোট্ট বিড়াল। তারও 'অভিযোগ' কিংবা 'অনুরোধ' বোঝার জো নেই! বাড়িতে পোষ্য থাকলে এমন অভিজ্ঞতা প্রায় সকলেরই হয়। ভরসা কেবল তাদের শরীরী ভাষা। কিন্তু যদি এমন হতো যে তারা কী বলতে চাইছে তা শব্দে রূপান্তরিত করতে পারতেন? শুনতে অবাক লাগলেও শীঘ্রই সেই অসাধ্য সাধন করতে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। গবেষকরা উন্নত এআই ব্যবহার করে এই কাজটি করতে চলেছেন। 

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এআই প্রাণীদের আক্রমণাত্মক থেকে মজার ডাক, আলাদা করতে পারবে। এমনকী কুকুরের বয়স, জাত এবং লিঙ্গও অনুমান করতে যাবে। ইতিমধ্যে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইডু একটি সিস্টেমের জন্য পেটেন্ট দাখিল করেছে যা কেবল শব্দ বুঝতে পারবে না, একইসঙ্গে প্রাণীর আবেগকে মানুষের ভাষায় অনুবাদও করতে পারে। যার জন্য শরীরের ভাষা এবং শারীরবৃত্তীয় সংকেতগুলিও ট্র্যাক করবে। 

বাইদুর দাবি, এআইভিত্তিক এই সিস্টেম প্রাণীর আবেগ বা মানসিক অবস্থা শনাক্ত করতে পারবে। বিশ্লেষণের পর সেই আবেগ অনুবাদ করে চীনা বা ইংরেজি ভাষায় মানুষের বোধগম্য করে উপস্থাপন করবে। এতে মানুষ ও প্রাণীর মধ্যে যোগাযোগ আরও সহজ ও অর্থবহ হবে। 

পুরো প্রকল্পটি এখনো গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত প্রযুক্তিটি চূড়ান্তভাবে কী রূপ নেবে, সেবিষয়ে স্পষ্ট জানা যায়নি। তবে এই গবেষণায় সাফল্য পেলে পোষ্যদের সঙ্গে মেলামেশা আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।