আজকাল ওয়েবডেস্ক: প্রথম নজরেই চমক, চোখে কালো সানগ্লাস আর পরনে সাদা ধবধবে ট্র্যাক স্যুটে উনি কে? মুখ তো বাঙালির অতিপরিচিত! আরেহ এতো খোদ রবীন্দ্রনাথ! কিন্তু এখন অবতারে তো তাঁকে বাঙালি দেখেনি! ইনি তো কবিগুরু থেকে একেবারে স্টাইল-গুরু!
শুধু এখানেই শেষ নয়, এর পর এলেন স্বামী বিবেকানন্দ। তিনিও কিছুটা স্টাইলমুখী। পরনে আরেক স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের পোশাক। এর পর এলেন ভগৎ সিং। মাথায় চিরপরিচিত হ্যাট। কিন্তু চমক পোশাকে। সাদা টার্টেল নেক পুল ওভার। উপরে কালো জ্যাকেট। পায়ে আধুনিক স্নিকার্স। সবই ফ্যাশন সংস্থা বেলানসিয়াগার। এর পরই সবচেয়ে বড় চমক, নেতাজি। কিন্তু সাজ একেবারে অপরিচিত। সাদা শার্টের উপর গুচির বাদামি রঙের ব্লেজার। কোমরে গুচির বেল্ট। মাথায় মানানসই টেক্সাস হ্যাট। পায়ে মোকানেরো শ্যু।
এখানেই শেষ নয় এরপর একে একে এলেন ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, শিবাজী মহারাজ, মিলখা সিং এবং গান্ধীজি। পরনে যথাক্রমে লুই ভিটন, দিওর, মান্যবর এবং পুমার পোশাক। তবে গান্ধীকে দেখা গেল তাঁর নিজস্ব সাজেই।
কী ভাবছেন? পাগলের প্রলাপ? মোটেই নয়। এমনই এক ভিডিও ঝড় তুলেছে ইনস্টাগ্রামে। তবে চরিত্ররা কেউই সশরীরে হাজির হননি। দেখা দিয়েছেন এআই অবতারে। শুভম কুন্ডু নামের এক এআই আর্টিস্ট তৈরি করেছেন এই ভিডিও। ইতিমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ শেয়ার করেছেন ভিডিওটি। তবে অধিকাংশ নেটিজেন পছন্দ করলেও কারও কারও টিপ্পনী, ঘোর কমিউনিস্ট ভগৎ কি এমন পুঁজিবাদী সংস্থার পোশাক কখনও গায়ে চাপাতেন? কিংবা স্বামীজি কি গৈরিক বসন ছাড়তে রাজি হতেন কখনও? এই উত্তর অবশ্য এআই এর পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়।
