আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও গ্রহের স্থান পরিবর্তনে ১২টি রাশির জীবনে প্রভাব পড়ে। আবার এই গোচরের কারণে অনেক শুভ রাজযোগ তৈরি হয়। যেমন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুক্র মীন রাশিতে অবস্থান করছে। ফলে মালব্য রাজযোগ গঠিত হচ্ছে। আবার সূর্যের সঙ্গে শুক্রের সংযোগের গঠিত হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই দুটি শুভ যোগের কারণে আসে ধন, সমৃদ্ধি এবং সুখ ও শান্তি। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে, জেনে নেওয়া যাক-
বৃষ: দুই শুভ রাজযোগের সংযোগ বৃষ রাশির জন্য লাভজনক হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আচমকা অর্থলাভ হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারে দীর্ঘদিন কোনও সমস্যা চললে এবার তা মিটে যাবে।
মিথুন: মালব্য এবং শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে মিথুন রাশির অর্থভাগ্য খুলবে। ঋণ শোধ করতে পারবেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। অফিসে পদোন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় চুক্তি করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মীন: দুই শুভ রাজযোগের ফলে সুদিন ফিরতে চলেছে মীন রাশির অধিকারীদের জীবনে।আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দাম্পত্যে সুখ থাকবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
