আজকাল ওয়েব ডেস্ক: হিন্দু ধর্মে, ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, এই বিশেষ দিনে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরি অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই ধন্বন্তরি দেবতাকে এই বিশেষ দিনে পুজো করা হয়।

আগামী ২৯ অক্টোবর ধনতেরাস। ১০০ বছর পর এবার ধনতেরাস খুব বিশেষ হতে চলেছে। ঘটতে চলেছে বিরল ঘটনা। এই ধনতেরাসের দিন ত্রিগ্রহী যোগ, পুষ্কর যোগ, ইন্দ্র যোগ, বৈদ্যুতি যোগ, উত্তরা ফাল্গুনী নক্ষত্রের দুটি শুভ যোগ তৈরি হতে চলেছে। যার শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির উপর। তাহলে বছর শেষে সোনায় মুড়বে কাদের কপাল? জেনে নিন। 

কর্কট রাশি-পাঁচটি বিরল যোগ কর্কট রাশির জন্য লাভজনক হতে চলেছে। শীঘ্রই অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন। এমনকী রাতারাতি অর্থপ্রাপ্তি হওয়ারও যোগ রয়েছে। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। পরিবারেও সকলের মিলিতভাবে আনন্দের পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন।

তুলা রাশি- পাঁচটি বিরল সংমিশ্রণের ফলে ধনতেরাসে সময় তুলা রাশির জন্য শুভ। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে পারেন। আসতে পারে প্রত্যাশিত লাভ। জমি, সম্পত্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। সমাজে বাড়বে মান সম্মান।

ধনু রাশি- ধনতেরাসের সময় সুদিন আসছে ধনু রাশির। বাড়বে আয়ের রাস্তা, কমবে ব্যয়। ফলে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। এছাড়াও আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দেশ-বিদেশে ঘুরে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। সংসারে আর্থিক সমস্যা মিটতে পারে। নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। পরিবারে শান্তি থাকবে।