আজকাল ওয়েবডেস্ক: জীবনের শেষ বছরগুলো নিভৃতে ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে আজকাল অনেকেই বৃদ্ধাশ্রমে কাটান। কিন্তু সেই শান্তির বাসরেই এবার তুমুল গোলমাল পাকানোর অভিযোগ উঠলে এক অশীতিপর বৃদ্ধের বিরুদ্ধে। ৮১ বছর বয়সি ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতে বাইরে যেতে চেয়েছিলেন। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তাতে অনুমতি না দেওয়ায়, বৃদ্ধাশ্রমেই আগুন ধরিয়ে দেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পারলিস-এ।
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
পারলিস-এর পাডাঙ্গ বেসর মহকুমার আসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ মহম্মদ শকরি আবদুল্লাহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই বৃদ্ধাশ্রমে ২০ জন বৃদ্ধ বৃদ্ধা থাকতেন। তাঁদের মধ্যেই একজন ১৪ অগাস্ট সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগানোর ঘটনা ঘটান। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ওই বৃদ্ধাশ্রমে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় আমরা দেখেছি ৮১ বছরের এক বৃদ্ধ আগুন ধরাচ্ছেন। প্রথমে তিনি বৃদ্ধাশ্রমের রান্নাঘরে যান, তারপর সেখানে একটি কাটবোর্ডে আগুন লাগান তিনি। সেই আগুনই ক্রমে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।”
অগ্নিকাণ্ডে অর্ধেক বৃদ্ধাশ্রম পুড়ে যায়। মূল হলের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পুলিশের দাবি, বৃদ্ধ তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতে চাইছিলেন। কিন্তু তিনি কানে খুব একটা শুনতে পান না। তাই তাঁকে হিয়ারিং এইড ব্যবহার করতে হয়। তাঁর কেয়ার টেকারকে হিয়ারিং এইড দিতে বললেও তিনি সেটি দিতে চাননি। তার পরেই মেজাজ হারান বৃদ্ধ। ঘটনাক্রমে তাঁর প্রেমিকাও ওই বৃদ্ধাশ্রমে থাকেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পরেই পারলিস এর দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান পুলিশের ফরেনসিক বিভাগের অফিসাররাও। ধ্বংসপ্রাপ্ত অংশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ করছেন তাঁরা। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আঁচ করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে ধ্বংসলীলার পর গ্রেফতার করা হয়েছে ৮১ বছর বয়সি ওই বৃদ্ধকে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করার পর আপাতত জামিনে মুক্ত তিনি। ৪৩৫ নম্বর ধারায় মামলা করে তাঁর বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে।
