আজকাল ওয়েব ডেস্ক: আজ ২ অক্টোবর মহালয়া। চন্দ্র বুধ রাশিতে প্রবেশ করতে চলেছে। এছাড়াও, আজ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অমাবস্যা তিথি। এই অমাবস্যার দিনে ব্রহ্ম যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, ঐন্দ্র যোগ এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের একটি সংমিশ্রণ ঘটছে। যার কারণে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে ৫টি রাশির উপর শুভ প্রভাব পড়বে। তাহলে কর্মক্ষেত্রে উন্নতি, অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কাদের? জেনে নেওয়া যাক।  

বৃশ্চিক রাশি- এবছর মহালয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষেরা পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। তাই আজ যে কোনও কাজে শুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাধা বিপত্তি কেটে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। সন্তানের ভাল চাকরি পাওয়ার খবর পেতে পারেন। ব্যবসায় লাভের সুযোগ আসতে পারে। পরিবারের শান্তি থাকবে। সকলে মিলে ভাল সময় কাটাবেন।

কন্যা রাশি- আত্মবিশ্বাস বাড়বে। যে কোনও কাজে এনার্জি পাবেন। ব্যবসায়ে বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজ শুভ দিন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।  প্রমোশনের খবর পেতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

মিথুন রাশির- অমবস্যার দিন মিথুন রাশির অধিকারীদের জীবনে বড় প্রভাব পড়তে চলেছে। আজ কিছু বড় আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। পূর্বপুরুষদের আশীর্বাদে অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য অনলাইন কেনাকাটা করার সুযোগ পাবেন। অংশীদারিত্বে ব্যবসা শুরু করার আজ শুভ সময়। পরিবারের সদস্যরা একসঙ্গে মিলিত হতে পারেন।

কুম্ভ রাশি- বাড়িতে ধর্মীয় পরিবেশ থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঘর গোছাতে পারেন। ব্যবসায়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় লাভ পেতে পারেন।  পরিবারে কোন বিবাদ চললে তা আজ মিটে যেতে পারে। চাকরি-ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে।

মকর রাশির- আজ ব্যস্ততার মধ্যে দিন কাটবে। ব্যবসায়ীরা আজ মুনাফা অর্জনের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আপনি যদি আইনি বিষয়ে আটকে থাকেন তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।