আজকাল ওয়েবডেস্ক: সুরা পান করার শখ ভারতীয়দের অনেকেরই আছে। হুইস্কিপ্রেমী আছেন অনেকেই। কেউ সিঙ্গল মল্ট, কেউ স্কচ হুইস্কি, আবার কেউ বারবোন পছন্দ করেন। বিশ্বের সবচেয়ে দামি সুরার তালিকায় রয়েছে হুইস্কিই। বিশ্বের সবচেয়ে দামি হুইস্কির খেতাব রয়েছে ‘ইসাবেলা’স আইলে’-এর। এর দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। যার দাম প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকা। কেবল হুইস্কিই নয়, সেটির বোতলটির কারণেও এর এই বিশাল দাম। পাত্রের ভিতরের হুইস্কিটি একটি প্রিমিয়াম, সুপরিচিত স্কচ। যা উচ্চমানের জন্য পরিচিত। কেবল স্বাদ উপভোগ করার জন্য নয়ডা বা গুরুগ্রামের একটি বিলাসবহুল ভিলার মতো দামের হুইস্কির বোতল কে কিনবেন?
এই হুইস্কির এত দামের আসল কারণ হল বোতলটি। এটি ইংরেজি স্ফটিক দিয়ে তৈরি এবং এটি শিল্পের এক আশ্চর্য নিদর্শন। বোতলটি সাড়ে আট হাজারেরও বেশি হীরা, ৩০০টি রুবি এবং সাদা সোনা দিয়ে সজ্জিত। এমনকি বোতলের অক্ষরটিও হীরা দিয়ে তৈরি এবং ক্রেতার নাম বা আদ্যক্ষর দিয়ে কাস্টমাইজ করা যেতে পারে। সামনের দিকে লাল লেখাটি রুবি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে এবং বোতলটি একবার নয়, দু’বার সাদা সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে।
‘ইসাবেলা’স আইলে’ হুইস্কির এক বোতলের দাম প্রায় ৫২ কোটি টাকা এবং এতে ৭৫০ মিলি হুইস্কি থাকে। এই হুইস্কির মাত্র ৩০ মিলি-র একটি পেগের দাম দু’কোটি টাকারও বেশি হতে পারে! এত বিশাল পরিমাণ অর্থ দিয়ে, আপনি সহজেই নয়ডা বা গুরুগ্রামে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনতে পারবেন।

আসল হুইস্কিটি তৈরি করেছে বিলাসবহুল বেভারেজ কোম্পানি নামে একটি ব্রিটিশ কোম্পানি। এটি মল্টেড বার্লি ম্যাশ থেকে তৈরি এবং খুবই বিরল। এই হুইস্কিটি মসৃণ এবং স্বাদের জন্য পরিচিত। আপনি মাখন এবং টোস্ট করা কাঠের ধোঁয়ার স্বাদ, তাজা বার্লির স্বাদ, নরম অনুভূতি এবং রেশমি-মসৃণ ফিনিশ লক্ষ্য করবেন।
ইসাবেলা স্পেশাল এডিশন হুইস্কি হল একটি হালকা এবং সতেজ পানীয় যার টেক্সচার নরম, মখমলের মতো। প্রায় ৭৪০,০০০ মার্কিন ডলার (৬ কোটি টাকারও বেশি) মূল্যের এই হুইস্কিটি সম্পূর্ণ বিলাসবহুল। এটি একটি হাতে তৈরি ইংরেজি স্ফটিক ডিক্যান্টারে পাওয়া যায়, যা সাদা সোনা দিয়ে মোড়ানো এবং হীরা দিয়ে সজ্জিত। এটি দক্ষ ব্রিটিশ কারিগরদের দ্বারা তৈরি একটি সুন্দর খোদাই করা কাঠের বাক্সে প্যাক করা হয়।
আরও পড়ুন: খারপ সময়ে সুখবর দিল টিসিএস, ৮০ শতাংশ কর্মীর বেতন বৃদ্ধি করবে সংস্থা, কে কত পাবেন জেনে নিন
ইসাবেলার আইলে হুইস্কির বোতল বাজারে অত্যন্ত বিরল। সাধারণ মদের দোকানে আপনি এগুলি সহজেই খুঁজে পাবেন না, কারণ বেশিরভাগ বিক্রেতা এত দামি বোতল কেনার সামর্থ্য রাখেন না। এটি পাওয়ার সবচেয়ে ভাল উপায় হল সরাসরি সেই ডিস্টিলারির সঙ্গে যোগাযোগ করা যেখানে এটি তৈরি হয়।
