আজকাল ওয়েব ডেস্ক: বছরের নির্দিষ্ট সময়ে প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। এবছরের শেষে স্থান পরিবর্তন করতে চলেছে শনি। নবগ্রহের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গ্রহ হল শনিদেব, তিনি ন্যায় ও কর্মফলের দেবতা ৷ এক রাশিতে পুনরায় ফিরে আসতে ৩০ বছর সময় নেয় শনি। এছাড়াও শনির দুর্লভ রাজযোগের কারণে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে ৷
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, দীপাবলির পরে, শনি ১৫ নভেম্বর সন্ধ্যা ০৭ টা ৫১ মিনিটে সরাসরি ঘুরতে চলেছে। একইসঙ্গে শীঘ্রই পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজযোগ শশ মহাপুরুষ রাজযোগ নির্মাণ হতে চলেছে ৷ যার ফলে বিরাট বদল আসতে চলেছে ৩টি রাশির জীবনে। চাকরি-ব্যবসায় উন্নতি-সাফল্য, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাদের? জেনে নিন।
বৃষ রাশি- শনির রাজযোগে বৃষ রাশির জীবনে সুদিন আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য শুভ। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।। বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য আসায় খুলবে সঞ্চয়ের পথ। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন।
মকর রাশি- এবারের দীপাবলি মকর রাশির জন্য লাভজনক হয়েছে। আর্থিকভাবে মোটা টাকা লাভ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের কিছু বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের এই সময় নতুন চাকরি পাওয়ার যোগ আছে। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমবে।
কুম্ভ রাশি- শনির অবস্থান পরিবর্তনে লাভবান হবে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশিতেই বক্রী চলন ছেড়ে মার্গী হবে শনি। আর্থিকভাবে উন্নতির সুযোগ পাবেন। নিজের ব্যক্তিত্ব দিয়ে অনেকের মন জয় করবেন। বাড়বে আত্মবিশ্বাস। দাম্পত্য জীবনের অশান্তি মিটবে।
