আজকাল ওয়েব ডেস্ক: ভূত চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। দীপাবলির সূচনা হয় ধনতেরসের হাত ধরেই। কথিত রয়েছে, এই সময় কেনাকাটা করলে ঘরে লক্ষ্মী আসে। বিশেষ করে ধনতেরাসে সোনা কেনার চল রয়েছে। দীপাবলির আগে ধনতেরাসের দিন ধন্বন্তরীর আবির্ভাব উত্সব হিসেবেও পালন করা হয়। এদিন সোনা ও রুপোর গয়না বা নির্দিষ্ট কিছু জিনিস কেনাকাটারও বিশেষ তাত্পর্য রয়েছে। এবছর আবার ধনতেরাসে হতে চলেছে ত্রিপুষ্কর যোগ। বিরল যোগের কারণে এই দিনে কেনাকাটা করলে তিনগুণ ভাল ফল মিলবে। তাহলে ধনতেরাসে কোন শুভক্ষণে কেনাকাটা করলে ভাগ্য হবে সদয়? জেনে নিন।
২০২৪ সালের ধনতেরাস নিয়ে একাধিক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন, ধনতেরস ২৯ অক্টোবর উদযাপিত হবে। কারও মতে, ৩০ অক্টোবরেই ধনতেরস। কিন্তু সঠিক তারিখ কোনটি? পঞ্জিকা বলছে, ত্রয়োদশী তিথির সূচনা ২৯ অক্টোবর। এবছর মূলত ওই দিনই ধনতেরাস উৎসব পালন করা হবে৷ ধনতেরাসের তিথি শুরু হবে ২৯ অক্টোবর, ১০টা ৩১ মিনিটে৷ যা পরের দিন ৩০ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটে শেষ হবে৷
এই বছর সোনা কেনার শুভ সময় হল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা ৩১ মিনিট থেকে পরের দিন ৩০ অক্টোবর ৬টা ৩২ পর্যন্ত৷ অর্থাৎ ২০ ঘণ্টা ১ মিনিট আপনি সোনা কেনার শুভ সময় পাবেন৷
ধনতেরাসে কেনাকাটা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে সোনা, রূপা ছাড়াও বাসনপত্র, ঝাড়ু ইত্যাদি জিনিসপত্র কেনার রীতি রয়েছে। এছাড়াও, এই দিনে ভগবান ধন্বন্তরী এবং মা লক্ষ্মীর পুজো করলে স্বাস্থ্য এবং আর্থিক সমস্যা দূর হয়।
এবার মাত্র মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিটের মধ্যে ধনতেরাসের পুজো সারতে হবে। তিথি অনু্যায়ী, পুজোর শুভ সময় সন্ধে ৬টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট৷ আর প্রদোষকালের সময় বিকেল ৫টা ৩৮ থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷
