দেখতে দেখতে বছরের শেষ প্রায় এসেই গেল। আর বছর শেষ মানেই ক্রিসমাস। মানে বাঙালিদের বড়দিন। বারো মাসে তেরো পার্বণের এটিও একটি অঙ্গ হয়ে উঠেছে বর্তমানে। আর এই বিশেষ দিন উপলক্ষে একটু বাড়ি না সাজালে হয়? উৎসবের আমেজ আনতে বাড়ি কীভাবে সাজাবেন ভাবছেন? এই সহজ টিপস মাথায় রাখলেই হবে। একই সঙ্গে জেনে নিন এই বছর ট্রেন্ডিং ডেকোরেশন কী আছে বড়দিন উপলক্ষে।
হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে পারেন। কাগজ কেটে তারা, সান্টা ক্লজ বানাতে পারেন। রং করে সেগুলো বাড়ির বিভিন্ন জায়গায় লাগাতে পারেন, বা ক্রিসমাস ট্রিতে। এছাড়া হাতে বানানো মোজা টাঙাতে পারেন। সবটা যে নিখুঁত হতে হবে, এমনটা নয়।
রং বেরঙের রিবন ব্যবহার করতে পারেন। এগুলো নিজে ঘরে বানাতে পারেন। আবার কিনে এনে সেটা দিয়েও ঘর সাজাতে পারেন। পুরনো সিল্ক শাড়ি থাকলে সেটা কেটে বানিয়ে ফেলতে পারেন রিবন। রিবন দিয়ে চেয়ার থেকে জানালা, ক্রিসমাস ট্রি সবই সাজাতে পারে।
বর্তমানে তো মিসম্যাচ বা কন্ট্রাস্ট দারুণ চলছে। ঘর সজ্জার ক্ষেত্রেও সেটা মেনে চলুন। সব মানিয়ে, ম্যাচ করে না সাজিয়ে, বরং একটু রং নিয়ে খেলুন। এমনকী জিনিস নিয়েও। এতে বাড়ির লুক বেশ অনেকটা বদল হবে।
টুনি আলো লাগাতে পারেন জানালা, বারান্দা, দরজায়। অতিরিক্ত আলো অজান্তেই যেন উৎসবের আমেজ বয়ে আনে। এছাড়া বারান্দা বা বাড়ির এক কোণে ক্রিসমাস ট্রি রাখুন। চাইলে দরজার পাশেও ক্রিসমাস ট্রি রাখতে পারেন। বল, তারা, ইত্যাদি দিয়ে মনের মতো সাজান। নিচে রাখতে পারেন চকলেটের বাক্স বা রঙিন কোনও কার্পেট।
আর বড়দিন মানেই কেক, পেস্ট্রি। ফলে ঘর সাজানোর পাশাপাশি ডায়েট ভুলে তাতেও মন দিতে পারেন। খাবারও কিন্তু ভরপুর উৎসবের আমেজ বয়ে আনে।
