আজকাল ওয়েবডেস্ক: ওয়ার্ল্ড গ্রিন বিল্ডিং উইক ২০২৪-এর অংশ হিসাবে ১০ সেপ্টেম্বর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে শুরু হল ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল স্টুডেন্ট চ্যাপ্টার। উপস্থিত ছিলেন আইজিবিসি কলকাতার সদ্য প্রাক্তন প্রধান শকুন্তলা ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএনইউ-র উপাচার্য ডঃ ধ্রুবজ্যোতি চ্যাটার্জি, এসএনইউ-র আর্কিটেকচার বিভাগের প্রধান মনীশ চক্রবর্তী এবং এসএনইউ-র শিল্প সম্পর্কের পরিচালক ইনা বসু। এদিন আইজিবিসি গ্রিন এডুকেশনের সিনিয়র কাউন্সেলর রেখা মাভুলাতি বিষয়টি নিয়ে আলোচনা করেন।
