আজকাল ওয়েবডেস্ক: মেরামত এবং সংস্কারের জন্য আগামী রবিবার ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিশেষভাবে স্টে এবং হোল্ডিং-ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপনের কাজ চালানোর জন্য আগামী ১৪ ডিসেম্বর, রবিবার সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। জানা গিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের উদ্যোগে ব্রিজ মেরামতের কাজ পরিচালিত হবে।

এ কারণে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা রবিবার সেতু বন্ধ রাখা ও বিকল্প যান চলাচলের নির্দেশ জারি করেছেন।

নির্দেশিকায় জানানো হয়েছে, সংস্কারের সময় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

এজেসি বোস রোড দিয়ে পশ্চিমমুখী যেসব গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের মাধ্যমে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে কেপি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

একইভাবে কেপি রোড দিয়ে জেএন আইল্যান্ডের দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলোকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ অভিমুখে পাঠানো হবে।

খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে পূর্বমুখী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে।

এছাড়া কেপি রোডের যেসব যান বিদ্যাসাগর সেতুতে উঠতে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র্যা ম্প ব্যবহার করে, তাদেরও ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে কেপি রোড–রেড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে পাঠানো হবে।

পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অন্যান্য আর্টেরিয়াল রাস্তায়ও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

সেতু আট ঘণ্টা বন্ধ থাকায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যেতে পারে। সে কারণে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।