আজকাল ওয়েবডেস্ক: গতকাল অর্থাৎ সোমবার কাক ভোরে আনুমানিক ০৬:৩০ নাগাদ এক ভয়াবহ খবর পাওয়া গিয়েছে। এক ব্যক্তি ২ এ, কাশীশ্বর চট্টোপাধ্যায় লেন, কলকাতা-৩৬ এর একটি নির্মীয়মাণ জি+৩ ভবনের দক্ষিণ পাশে পড়ে রয়েছেন। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি তাঁকে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি মিঠুন মণ্ডল পেশায় একজন প্লাম্বার ছিলেন। উক্ত ভবনে তাঁর কাকার সঙ্গে কাজ করতেন বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী তাঁর কাকা চলতি বছরের ২০ জুলাই গ্রামে চলে যান। মিঠুন ও তাঁর সহকর্মী দীপক পোরেল (যিনি বিষ্ণুপুরের বাসিন্দা) সহ আরও একজন মার্বেল মিস্ত্রি নিয়মিত ওই ভবনের ২য় তলায় রাত্রীবাস করতেন বলে জানা গিয়েছে। ভবনের অন্যান্য রাজমিস্ত্রিরা নিচতলায় ঘুমোতেন। বর্তমানে ভবনে প্রায় ১৫-১৬ জন শ্রমিক, যার মধ্যে রাজমিস্ত্রি, মার্বেল মিস্ত্রি এবং প্লাম্বার সকলেই রয়েছেন, একইসঙ্গে কাজ করছেন।
খবর অনুযায়ী মিঠুন নিয়মিত মদ্যপান করতেন। গতকাল মিঠুন ও দীপক একসঙ্গে মদ্য পান করেন। এরপর রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় তাঁরা উভয়ে রাতের খাবার হিসেবে চিকেন ও ভাত খেয়ে যথারীতি দ্বিতীয় তলায় ঘুমোতে যান। আজ সকাল ০৬:০০ ঘটিকায় রনি নামক আরেকজন শ্রমিক প্রথম মিঠুনকে নিচে পড়ে থাকতে দেখেন। এরপরই দ্রুত তিনি অন্যদের খবর দেন।
আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে
পুলিশ তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুজনের মধ্যে ছোট ছোট ব্যাপার নিয়ে বহুদিন ধরেই অশান্তি চলছিল। পুলিশ তদন্ত করে অনুমান করেছে সম্ভবত এই কারণেই রাজু হত্যা করেছে প্লাম্বার মিঠুনকে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশ তদন্তে আজ প্রকৃত তথ্য আসে সামনে।
জানা গিয়েছে, এই রাজু নস্কর বলে ব্যক্তি রাস্তার ফুটপাতে ঘুমন্ত অবস্থায় কাওকে দেখলেই তাঁদেরকে মাথায় পাথর দিয়ে আঘাত করে। এমনকি হত্যা করার প্রবণতা রয়েছে অভিযুক্তের। প্লাম্বার মিঠুনকেও একইভাবে অভিযুক্ত প্রথমে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর উপর থেকে ফেলে দেয়। এছাড়াও তদন্তে উঠে এসেছে আরও এক ঘটনার সূত্র। অভিযুক্ত রাজু নষ্কর ২০২৪ এ পার্ক সার্কাসে আরও একটি হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর পেছনে কোন প্রতিহিংসা বা কোন লাভ ছিলনা। মানসিক রোগের কারণে এমন কান্ড কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
খবর মারফত, একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি রাজুর ফুটপাতের ধারে কোনও ঘুমন্ত মানুষকে মাথা থেতলে মেরে ফেলার মত প্রবণতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারণ ২০২৪ এর পার্ক সার্কাসের হত্যাকাণ্ডও পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া নিয়েই। এই হত্যাকান্ডগুলো থেকে এমনটাই অনুমান করা যায় পুলিশ সূত্রে খবর। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে অভিযুক্ত রাজু। বর্তমানে তাকে জেরা করা হয়েছে৷ আরও নানা দিক পর্যবেক্ষণ করে দেখছে পুলিশ৷
এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু নস্করের বয়স ২৮ বছর। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
