আজকাল ওয়েবডেস্ক: এবারে পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পুজোর আগেই ট্যাব কেনার জন্য তারা ১০ হাজার টাকা পাবে। শুক্রবার নবান্নের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিট্যাল শিক্ষার উপর বর্তমানে জোর দিচ্ছে রাজ্য সরকার।
করোনার সময় যখন স্কুল বন্ধ রাখতে হয়, তখন পড়াশোনা চালাতে গিয়ে সমস্যায় পড়েছিল গরিব ঘরের ছাত্রছাত্রীরা। এরপরই রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ট্যাব কেনার ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রকল্পের নাম দেওয়া হয় ‘তরুণের স্বপ্ন’। ২০২১ সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০হাজার টাকা করে দিয়ে আসছে।
চলতি বছরেও সেই টাকা দেওয়ার ঘোষণা করল সরকার। নবান্নের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রকল্পের জন্য চলতি বছর ১৬ কোটি টাকা খরচ হবে। টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের অসংখ্য পড়ুয়া।
