আজকাল ওয়েবডেস্ক: নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার এক বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। এতদিন এনকেডিএ- চেয়ারম্যান পদে ছিলেন আলাপন বন্দ্যাোপাধ্যায়। তাঁর জায়গায় এবার নিয়োগ করা হল শোভন চট্টোপাধ্যায়কে।
সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে শোভন চট্টোপাধ্যায়ের এই চেয়ারম্যান পদে যোগ দেওয়ার নিঃসন্দেহে বড় ঘোষণা। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বহুদিন কোনও প্রশাসনিক পদে দেখা যায়নি।
তবে সম্প্রতি তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। শোভন নিজেও জানিয়েছিলেন, গত আট বছরে যে ক্ষত তৈরি হয়েছিল তা এখন অনেকটাই কমে গিয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে শোভনের সঙ্গে বৈঠক হয় অভিষেক ব্যানার্জির।
অন্যদিকে, গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন শোভন। উত্তরবঙ্গে ছিলেন মমতা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ে গিয়েছিলেন শোভনও। সেই ফাঁকেই তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁর ৪৮ ঘণ্টার মধ্যেই এল বড় ঘোষণা।
আরও পড়ুন: ইডি-সিবিআই হয়েছে অতীত, স্বমহিমায় রাজনীতিতে প্রত্যাবর্তন! এবার আলোর থেকেও উজ্জ্বল কেষ্টর কালীপুজো
এনকেডিএ চেয়ারম্যান পদে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন শোভন এবং বৈশাখী। রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল তাহলে কি শোভনের তৃণমূলে ঘর ওয়াপসি সময়ের অপেক্ষা?
অভিষেক ব্যানার্জির সঙ্গে শোভন কথা বলেন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। এই সাক্ষাৎ কি কেবল সৌজন্য সাক্ষাৎ? নাকি এটাই আদতে শোভনের তৃণমূলে ফিরে আসার প্রথম ধাপ। জল্পনা বাড়তেই সেই সময় আজকাল ডট ইন যোগাযোগ করেছিল কলকাতার প্রাক্তন মেয়রের সঙ্গে।
শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 'অভিষেকের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। আমি নিজেকেও ওই পরিবারের অংশ মনে করি। মমতাদিই তো আমাকে আমার সামগ্রিক অবস্থান, পরিচিতি সব দিয়েছে। আমি মমতাদির পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রতি কৃতজ্ঞ।'
তিনি আরও জানান, 'কথা হল তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। মমতাদি দলের সর্বময় কর্ত্রী। আর অভিষেক এখন দলের সাংগঠনিক দিক দেখাশোনা করছে। ওর সঙ্গে পুজোর মুখে দেখা করলাম। নানা বিষয়ে কথা হল। মতের আদান-প্রদান হল বলা যেতে পারে।'
২০১৯ সালের লোকসভা ভোটের আগে, মতবিরোধ, মনকষাকষি থেকে দল ছেড়েছিলেন শোভন। ২০১৯ সালে ১৪ আগস্ট বিজেপিতে যোগদান করেন। তবে গেরুয়া শিবিরে খুব বেশিদিন ছিলেন না। নানা কারণে, প্রায় দু' বছরের মাথায়, ২০২১ সালে পদ্মশিবির থেকে সরে যান তিনি।
মাঝে নানা মত নিয়ে বিতর্ক, পরেও নজর থেকেছে তাঁর গতিবিধির দিকে। এবার নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে যোগ দিয়ে ফের সংবাদ শিরোনামে কলকাতার প্রাক্তন মেয়র। তাহলে কি ফের তৃণমূলে ঘর ওয়াপসি অপেক্ষার? সেই প্রশ্নই ফের একবার জোরালো হয়ে উঠল বাংলার রাজনীতিতে।
