আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। শহর জুড়ে মিছিল, নারী সুরক্ষার দাবিতে সুর চড়ছে দিনে দিনে। এসবের মাঝেই ফের শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ শহরের পাঁচতারা হোটেলে দুই বোন শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনায় ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর সূত্রের। 

 

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ২ আগস্ট। শহরের ওই নামি হোটেলে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। সেখানেই ঘটে বিপত্তি। অভিযোগ, দুই বোনকে শ্লীলতাহানি করা হয়, সঙ্গে দেওয়া হয় হুমকি। দুই বোনের মধ্যে একজন সঙ্গীতশিল্পী বলেও জানা গিয়েছে। 

 

প্রগতি ময়দান থানায় এই ঘটনার অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শহর জুড়ে চলছে আন্দোলন-প্রতিবাদ। আরজি কর কাণ্ডের মামলা এই মুহূর্তে চলছে দেশের শীর্ষ আদালতে। আগামিকাল, ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি।