আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে উদ্বোধন হল থার্ড ন্যাশনাল মিডিয়া কনক্লেভের। চলতি বছরে তৃতীয় বর্ষে পদাপর্ণ করল এই মিডিয়া কনক্লেভ। সেন্টার ফর কর্পোরেট এবং ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের সঙ্গে যৌথভাবে এই কনক্লেভের আয়োজন করেছে এসএনইউ-র জার্নালসিম এবং মাস কমিউনিকেশন বিভাগ।
চলতি বছরে ন্যাশনাল মিডিয়া কনক্লেভের থিম ‘মিডিয়া কমিউনিকেশন এবং শিফটিং প্রফেশনাল কোডস’। মিডিয়ার দুনিয়ায় শিক্ষানবীশ ও পেশাদারিত্বের মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই এই কনক্লেভের আয়োজন। তিনদিনের কনক্লেভে সামিল হবেন ৪২টিরও বেশি বিশ্ববিদ্যালয়, সামিল হবে বিশিষ্ট মিডিয়া এডুকেটররা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে এসএনইউ-র কো-চেয়ারপার্সন প্রয়াত মৌসুমী রায়চৌধুরীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ন্যাশনাল মিডিয়া কনক্লেভের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের গানের পাশাপাশি দেওয়া হয় বৃক্ষসৃজনের বার্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. সুরভী দাহিয়া, ড. স্নেহাশিস সুর, যশবন্ত রানা, অভিজিৎ দাশগুপ্ত এবং ড. মহুল ব্রহ্মা সহ সম্মানিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। চলতি বছরে ন্যাশনাল মিডিয়া কনক্লেভের থিমের ওপর গুরুত্ব আরোপ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রবজ্যোতি চট্টোপাধ্যায়। কনক্লেভের সূচনা অনুষ্ঠানেই উদ্বোধন করা হয় ‘মিডিয়া কালচার অ্যান্ড সোসাইটি ইন্টাররিলেশন অ্যান্ড ইভোলিউশন বইটিরও।
কনক্লেভের সভাপতি ড. মিনাল পারেক ও আহ্বায়ক অরিন্দম বসুর তত্ত্বাবধানে অধ্যাপক সৈকত মজুমদারের সঞ্চালনা, অধ্যাপক ঋতুপর্ণা সরকারের উজ্জ্বল উপস্থিতি সহ ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণবন্ত হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কনক্লেভ চলবে ২৭ ও ২৮ সেপ্টেম্বর।
