আজকাল ওয়েবডেস্ক: বড় ঘোষণা রেলের। স্টেশনে ট্রেন দাঁড়াবে না ৩০ সেকেন্ডের বেশি। এমনটাই জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। 

 

 

প্রায়ই অভিযোগ আসে ট্রেন লেটে চলছে। তাই সেই অভিযোগের সুরাহা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কলকাতা থেকে শহরতলীর যোগাযোগের একটা বড় সংযোগ স্থাপনই হয় রেলের মাধ্যমে। সুন্দরবন হোক কিংবা সোনারপুর বহু লোক অফিস থেকে স্কুল, চিকিৎসা থেকে ব্যবসা করতে আসেন রেলপথে। প্রচুর মানুষ প্রতিদিন এই পথে ট্রেনে যাতায়াত করেন। শিয়ালদায় রয়েছে মূলত দুটো ডিভিশন। উত্তর এবং দক্ষিণ। উত্তরে রয়েছে কৃষ্ণনগর, বনগাঁ, ডানকুনি আর দক্ষিণে ডায়মন্ডহারবার, ক্যানিং, বজবজ এলাকা। 

 

 

প্রায়ই রেলের কাছে অভিযোগ আসে ট্রেন লেটে চলছে। অনেকসময় হয় অবরোধও। এবার থেকে যাতে আর সেই সমস্যা না হয় তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি স্টেশনেই ৩০ সেকেন্ডের বেশি ট্রেন না থামার। তবে এটা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এক পক্ষ সাধুবাদ জানালেও অন্যদের বক্তব্য ভিড়ে প্রচুর মানুষ যাতায়াত করেন, বিশেষত অফিস টাইমে মারাত্মক ভিড় হয়। তখন এত কম সময় ট্রেন দাঁড়ালে কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে।