আজকাল ওয়েবডেস্ক: পাঁচদফা দাবির মধ্যে তিনটি দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেছিলেন তিনি। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন, তাঁদের কর্মবিরতি চলবে। আবারও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। ফের রাজ্যকে পাঠালেন ই-মেল।
মঙ্গলবার গভীর রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা জানান, তাঁরা আবারও সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান। যতদিন না আলোচনা হচ্ছে, ততদিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। তাঁদের চতুর্থ ও পঞ্চম দাবি ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। দাবিগুলো না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। বুধবার সরকারের কাছে এই দাবি ঘিরে আবারও আলোচনায় বসার জন্য ই-মেল পাঠিয়েছেন চিকিৎসকরা। যেদিন সেই দাবি পূরণ করা হবে, তারপরেই কাজে ফিরবেন বলে জানিয়েছেন তাঁরা।
এর পাশাপাশি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আরও দাবি, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন করা হোক। তার জন্য দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হোক। এই বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান তাঁরা। হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে, কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানতে চেয়েছেন তাঁরা।
