আজকাল ওয়েবডেস্ক: রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থলে সার্ভে পার্ক থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে যুবকের। অভিযোগ মৃত্যুর পরেও বিশাল টাকার বিল করেছে হাসপাতাল।
ঘটনার সূত্রপাত অষ্টমীর রাতে। প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। তারপর সেখান থেকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় রোগীর। তারপরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃত যুবকের পরিবারের লোকজন। চিকিৎসকদের হেনস্থা করার অভিযোগ ওঠে। মোটা অঙ্কের বিল বাড়ানোর অভিযোগ নস্যাৎ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত যুবকের পরিবারের দাবি ‘চিকিৎসকদের সঙ্গে শুধু কথা বলা হয়েছে, কারণ জানতে চাওয়া হয়েছে গাফিলতির। কেউ মারধর করেনি। যদি তাই হয়, তাহলে সিসিটিভি ক্যামেরায় সবটা ধরা থাকবে। দেখাক, আমরা ধাক্কা দিয়েছি। মারধর করেছি। আমাদের যদি ভাঙচুর করারই হতো, তাহলে গোটা নার্সিংহোম ভাঙচুর হয়ে যেত।’ এমত অবস্থায় ফের প্রশ্নের মুখে রাজ্যের সরকারী এবং বেসরকারি হাসপাতালের নিরাপত্তা।
