আজকাল ওয়েবডেস্ক: ভক্তের ছদ্মবেশে চুরি! কলকাতার ইসকন মন্দির প্রাঙ্গন থেকে অলঙ্কার-সহ গোপালের দুটি পিতলের মূর্তি উধাও হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হল এক মহিলাকে।
শেক্সপিয়র সরণি থানায় ইতিমধ্যেই এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর রাত প্রায় আটটা নাগাদ।
অভিযোগ ওঠে, এক অজ্ঞাতপরিচয় মহিলা ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে পিতলের তৈরি দুটি শ্রীকৃষ্ণের মূর্তি চুরি করে পালিয়ে যান।
প্রতিটি মূর্তিতে লাগানো ছিল ৩ গ্রাম ওজনের সোনার হার এবং একটি রূপোর কোমরবন্ধনী। দীর্ঘদিন ধরে বিষয়টি অজানা থেকে যায়।
এই ঘটনার প্রায় এক মাস পর গত ৫ ডিসেম্বর, এবিএস ডিডি-র কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে।
ইসকন মন্দিরের সিসিটিভি ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করা হয় পুলিশের তরফে। লালবাজার সূত্রে জানা যায়, মেট্রো স্টেশনের ফুটেজও পর্যালোচনা করা হয় পুলিশের তরফে।
দীর্ঘ সময়ের ভিডিও বিশ্লেষণ ও ম্যানুয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় অভিযুক্ত মহিলার পরিচয় পাওয়া যায় এবং তাঁকে বৌবাজার থানা এলাকায় শনাক্ত করা হয়।
তদন্তে আরও জানা যায়, ওই মহিলা নিয়মিত ইসকন মন্দিরে যাতায়াত করতেন এবং নিজেকে ভক্ত হিসেবেই পরিচয় দিতেন।
পুলিশ পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া দুটি মূর্তি এবং সমস্ত অলঙ্কার উদ্ধার করে। ইসকন মন্দিরে এই চুরির ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরি কীভাবে পরিকল্পিত হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
