আজকাল ওয়েবডেস্ক: আরজি করের কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল দেশ। হাইকোর্ট থেকে মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আরজি করের নির্যাতিতার বাবা-মা জানালেন, তাঁদের আস্থা রয়েছে রাজ্য সরকারের উপর।

 

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত ঘটনায় তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, পরিস্থিতি বিচারে, আরজি করে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।

 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা বলেন, ‘আমাদের সঙ্গে সমগ্র দেশ রয়েছে। সারা বিশ্বের মানুষ জেনে গিয়েছে এই ঘটনা। সকলকে কৃতজ্ঞতা।‘ তারপরেই বলেন, ‘রাজ্য সরকার, দেশ, পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে। সুপ্রিম কোর্ট-হাই কোর্ট-বিচার বিভাগে আস্থা রাখছি।‘ এফআইআর-এর সময় নিয়েও এদিন বলেন, ‘আমরা বিকেল ৫টা সাড়ে ৫টার সময় অ্যাপলিকেশন দিয়েছি। ওঁরা কখন এফআইআর নিয়েছে, ওদের বিষয়।‘ রাজ্যপালের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলেও জানান তাঁরা।