আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ভালোবাসা সম্পর্ক। এরপর সেখান থেকেই বিয়ের প্রতিশ্রুতি ও বহুবার যৌনসম্পর্ক লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন তরুণী। মূলত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধরে যৌন শোষণ ও মানসিক নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল আনন্দপুর থানার পুলিশ। ধৃতের নাম মোঃ সাদিক হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আনন্দপুর থানা মামলা নং ১৮/২০২৬ রুজু হয়েছে। মামলাটি দায়ের হয় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ও ৭৯ ধারায় তদন্ত শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, অভিযোগকারিণী তরুণী (৩৮) অভিযুক্ত সাদিক হোসেনের সঙ্গে ২০২৪ সাল থেকে পরিচিত ছিলেন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তাঁকে প্রতারণার শিকার করা হয়। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি একাধিকবার অভিযোগকারিণীর সঙ্গে অত্যন্ত অশালীন ভাষায় দুর্ব্যবহার ও গালিগালাজ করত।

https://www.youtube.com/shorts/6RNBppO4hz4

 ঘটনাগুলি মূলত অভিযোগকারিণীর বাসভবনেই ঘটে বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে। অভিযুক্ত মোঃ সাদিক হোসেন, পিতা— প্রয়াত আমির হোসেন। তাঁর বাড়ি ২৯/এ/এইচ/৯, পাম অ্যাভিনিউ এলাকায়, কারায়া থানার অন্তর্গত। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এদিন বুধবার ২৮ জানুয়ারি গভীর রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট নাগাদ তাঁর বাড়ির সামন থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধৃতকে এদিন বুধবার সকালে আদালতে পেশ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে অনুমান করছে তদন্তকারীরা।