আজকাল ওয়েবডেস্ক: অবৈধ ছিল ছাত্র সমাজ-এর ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযান। সংরক্ষিত এলাকায় কোনও জমায়েত বেআইনি। অস্ত্র, বোমা, গুলি নিয়ে এখানে একটা অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন অভিযান প্রসঙ্গে একথা জানান দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। 

 

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'ছাত্র সমাজ-এর নামে যে আন্দোলন হয়েছে সেটা পশ্চিমবঙ্গের কোনও প্রকৃত ছাত্র এই আন্দোলন করবে না।' তাঁর অভিযোগ, 'একটা শান্তিপূর্ণ আন্দোলনের নামে অশান্তিপূর্ণ আন্দোলন হয়েছে।' 

 

এদিনের অভিযানে পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, 'রক্তাক্ত ও আহত হয়েও পুলিশ চূড়ান্ত ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী আমাদের ১১ থেকে ১২ জন সহকর্মী আহত হয়েছেন।' ঘটনার ভিডিও ফুটেজ দেখে আরও 'দুষ্কৃতী'কে চিহ্নিত করা হবে বলেও তিনি জানান। রাজ্য পুলিশের হাতে এদিন কতজন গ্রেপ্তার হয়েছে সেবিষয়ে সুপ্রতিম জানান, ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

বিজেপির তরফে বুধবার বাংলা বনধ ডাকা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বনধ অবৈধ। পাশাপাশি তিনি জানান, আগামীকাল ২৮ আগস্ট বাংলা সচল রাখার জন্য সবরকম ব্যবস্থা থাকবে। 

 

তাঁর কথায়, 'প্রকৃত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই আন্দোলনে অংশ নেননি। আমাদের অনুরোধ, আগামিকালও কোনও চক্রান্তের ফাঁদে পা দেবেন না।' 

 

এদিন কলকাতা পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। তিনি জানিয়েছেন, মঙ্গলবারের এই কর্মসূচিতে ১৫ জন কলকাতা পুলিশকর্মী আহত হয়েছেন। ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।