আজকাল ওয়েবডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার থেকে গ্রিন লাইনে আরও বেশি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রতি সোমবার-শুক্রবার পর্যন্ত গ্রিন লাইনে ২২৬টির পরিবর্তে ২২৮টি মেট্রো (১১৪ আপ ও ১১৪ ডাউন) চলবে।

প্রতি শনিবার ২০২টির পরিবর্তে ২০৪টি এবং রবিবার ১০৪টির পরিবর্তে ১০৮টি মেট্রো চলবে। ১৫ ডিসেম্বর থেকে হাওড়া ময়দান স্টেশন থেকে শেষ মেট্রো রাত ১০.০৫ নাগাদ ছাড়বে।

জানানো হয়েছে, এই মেট্রোটি সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যাবে। এটি নতুন পরিষেবা। ১৫ ডিসেম্বর থেকে প্রতি সোমবার থেকে শনিবার প্রথম মেট্রো পরিষেবা হিসেবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী ট্রেন সকাল ৬.৩৯ মিনিটে ছাড়বে। (কোনও পরিবর্তন নেই)।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৬.৪৫ মিনিটে ছাড়বে, যা আগে ছিল সকাল ৬.৩০ মিনিট।

শেষ পরিষেবার ক্ষেত্রে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৫৫ মিনিটে (আগে ছিল ৯টা ৪৭ মিনিট)।

হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৫৫ মিনিটে (আগে ছিল ৯টা ৪৫ মিনিট)। এছাড়া রাত ১০.৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কগামী নতুন পরিষেবা চালু হবে।

রবিবার প্রথম মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৯.০২ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৯টা নাগাদ ছাড়বে।

এই দুটি সময়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। তবে নতুন পরিষেবা হিসেবে সিটি সেন্টার থেকে সকাল ৯টায় হাওড়া ময়দানমুখী অতিরিক্ত মেট্রো চালু হবে।

রবিবার শেষ পরিষেবার ক্ষেত্রে সল্টলেক সেক্টর ফাইভ থেকে এবং হাওড়া ময়দান থেকে শেষ মেট্রোর সময় রাত ৯.৫৫ মিনিট। যা আগের সময়সূচির তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে।

এছাড়া রাত ১০.০৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কগামী নতুন মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

নতুন সূচি চালু হলে গ্রিন লাইনে বাড়বে মেট্রোর সংখ্যা। ফলে যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে যাতায়াত, এমনটাই মনে করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।