আজকাল ওয়েবডেস্ক:  বিস্ময়কর ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার এক ঐতিহাসিক স্থান,  শনিবার সকালে হঠাৎই উত্তেজনায় ভরে উঠেছিল। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল, সেখানে কোনো জঙ্গি আক্রমণ বা বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই সবকিছুর পিছনে ছিল একটি পরিকল্পিত মহড়া, যা সেনা, নেভি, এবং সিআইএসএফ যৌথভাবে আয়োজন করেছিল।

 

সকালের এক সাধারণ দিনের মতোই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে ভিড় জমেছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। টিকিট কাউন্টারও বন্ধ হয়ে যায়। সিআইএসএফ বাহিনী ও সেনা সদস্যদের সক্রিয় হতে দেখা যায়, আর ভেতর থেকে ওয়াকিটকির মাধ্যমে শোনা যায়, এক ভিআইপি ব্যক্তিকে ঘিরে বিপদের কথা।

পরবর্তী আধ ঘণ্টায় ভিক্টোরিয়ার ভিতরে শুরু হয় একটি রুদ্ধশ্বাস অভিযান। সেনাবাহিনী কৌশলে কাজ করে সব 'জঙ্গি'কে নিরস্ত্র করে। শেষপর্যন্ত জানা যায়, এটি ছিল একটি  মক ড্রিল— শহরের জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য। জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদের ক্ষেত্রে প্রস্তুতি জোরদার করার জন্য এই মহড়ার আয়োজন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে জরুরি পরিস্থিতি সামলানোর জন্য এরকম মহড়া নিয়মিত হয়।

 

যদিও শুরুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, পরে মহড়ার খবর জানার পর সকলেই স্বস্তি পান। এর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর দক্ষতার একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। এই ধরনের মহড়া, যদিও অস্বস্তি সৃষ্টি করতে পারে, ভবিষ্যতের জন্য সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।