আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লি যাত্রা স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার।


বুধবার সিঙ্গুরে জনসভা করবেন মমতা। আগেই জানা ছিল, সিঙ্গুরের সভা শেষ করে মমতা দিল্লি যাবেন। বাংলায় এসআইআর নিয়ে গত কয়েকমাসে যা ঘটেছে, সেই পরিস্থিতিতে মমতার এই দিল্লি সফর ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ। কিন্তু বুধবার সকালে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল। শোকজ্ঞাপন করেছেন মমতাও। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা। যদিও জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি দিল্লি যেতে পারেন।


তবে সূত্রের খবর, অজিত পাওয়ারের মৃত্যুর পর ২৪ ঘণ্টা ব্যক্তিগত বিমান ব্যবহার করা যাবে না। এই ধরনের নির্দেশিকা দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (‌ডিজিসিএ)‌। সেই কারণেই সম্ভবত দিল্লি যাত্রা স্থগিত রাখলেন মমতা।


সিঙ্গুরে যাওয়ার আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই তিনি এই বিষয়ে জানান। তবে বুধবারের বদলে বৃহস্পতিবার যদি মমতা দিল্লি যান, সেক্ষেত্রে তাঁর কী কর্মসূচি হবে তা নিয়ে কিছু জানা যায়নি। এই সফরে মমতা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাবেন, না কি প্রতিবাদে ধরনায় বসবেন, তাও এখনও স্পষ্ট নয়।


প্রসঙ্গত, দিল্লি যাত্রার আগে জাতীয় স্তরে জোট–ঐক্যের বার্তা দিতে নবান্নে অখিলেশ যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মমতা। আইপ্যাক কাণ্ডে মমতা ব্যানার্জিকে সমর্থন জানিয়েছেন তিনি। সেই প্রেক্ষাপটে দিল্লির এই সফর গুরুত্বপূর্ণ। 
কর্মসূচি নিয়ে জানা না গেলেও সিংহভাগটাই যে এসআইআর নিয়ে তা বলার অপেক্ষা রাখে না। 


প্রায় দেড়বছর পর দিল্লি সফরে যেতে চলেছেন মমতা। বাংলার দাবি নিয়ে বারবার প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, নীতি আয়োগের মিটিংয়ে সরব হয়েছেন, তাঁকে বলতে বাধা দেওয়া হয়েছে। সম্ভবত খানিকটা ক্ষোভেই দিল্লি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে এবার যাচ্ছেন। সম্ভবত বৃহস্পতিবার।


এদিকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি বুধবার বিকেলে মেটিয়াবুরুজে সেবাশ্রয়ের মডেল ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।