আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারপরেই কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করা হয়েছে। বাংলায় নয়া কারখানার কথা ঘোষণা হতেই প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে বিশেষ পোস্ট করলেন মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছরের গোড়ার দিকে, রাজ্য আইটি বিভাগ এবং পিএসইউ ওয়েবেল বেশ কিছু শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যোগাযোগ করে। তার মধ্যে ছিল গ্লোবাল ফাউন্ডারিজ, সিনপসিস, মাইক্রনের মত আন্তর্জাতিক কোম্পানি। সেই সমস্ত কোম্পানিগুলি রাজ্যে এসে পরিদর্শনও করে। চলতি বছর রাজ্য সরকার গ্লোবাল ভিএলএসআই কনফারেন্স স্পন্সর করেছিল। সেখানে অংশ নিয়েছিল বিশ্ব বাজারে লিড করা একাধিক সেমিকন্ডাক্টর কোম্পানি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের ক্রমাগত প্রচেষ্টার ফলেই এবার সেমিকন্ডাক্টর কারখানা খুলতে চলেছে কলকাতায়। উল্লেখ্য, কোয়াড সদস্যের বৈঠকে মার্কিন মুলুকে গিয়েছেন প্রধানমন্ত্রী।
সেখানেই রবিবার বৈঠক হয় বাইডেন এবং মোদির। জানা গিয়েছে, সেখানেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয় কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা করা যেতে পারে। এতে করে দুই দেশেরই কর্মসংস্থান বাড়বে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ভারত এবং আমেরিকার মধ্যে এমন একটি বৈঠক হয়েছে যাতে লাভবান হবেন দুই দেশেরই সাধারণ মানুষ এবং বন্ধন বাড়বে দুই দেশের। অন্যদিকে, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা, টেলি কমিউনিকেশন এবং শক্তি প্রয়োগের জন্য উন্নত সেন্সিং, যোগাযোগ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপনের জন্য আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রনেতার। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সমর্থনে কলকাতায় স্থাপিত হতে পারে এই কারখানাটি।
