আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশে একাধিক রদবদল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার টালা থানায় নতুন ওসি নিয়োগ করল কলকাতা পুলিশ। আরজি করের ঘটনার পর থেকেই সংবাদ শিরোনামে টালা থানা।
প্রশ্ন উঠেছে থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়েও। এবার সেখানকার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হল মলয় দত্তকে। এতদিন তিনি শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি ছিলেন। তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল অসুস্থ হওয়ার পর থেকে ওসির দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তাঁকেই নয়া দায়িত্ব দিল কলকাতা পুলিশ। উল্লেখ্য, আরজি করের ঘটনার কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তারপর তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে অভিজিতের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ মণ্ডল। তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, আরজি করের ঘটনার আবহে পরিবর্তন হয়ছে কলকাতা পুলিশের কমিশনা। বিনীত গোয়েলের জায়গায় কমিশনার হয়েছেন মনোজ ভার্মা। স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলনের সময় তাঁরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কলকাতা পুলিশের কমিশনারকে সরানোর দাবি জানান। সেই দাবি রাখেন মুখ্যমন্ত্রী। একাধিক রদবদল হয় কলকাতা পুলিশে। এবার বদল হল টালা থানাতেও।
