আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মিনি ম্যারাথনের আয়োজন এনসিসির। ২৯ শে সেপ্টেম্বর রবিবার বিশ্ব হার্ট দিবস এনসিসি পশ্চিমবঙ্গ এবং সিকিম ক্যাডেটদের দ্বারা মিনি ম্যারাথনের আয়োজন করা হয়।
হৃদ রোগের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং যুব সম্প্রদায়ের মধ্যে সুস্থ জীবনযাত্রার প্রচার করাই মূল লক্ষ্য এই ম্যারাথনের। পুরুষ এবং নারীর জন্য এই মিনি ম্যারাথন দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি সিনিয়র এবং জুনিয়র উইঙয়ের মেয়েরা পাঁচ কিলোমিটার এবং ছেলেরা ১০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করে। দৌড় শেষে বিজয়ীদের হাতে মেড্যাল এবং পুরস্কার তুলে দেওয়া হয়।
এনসিসি ক্যাডেটদের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তা, তাঁদের সঙ্গী ও সন্তানরাও অংশগ্রহণ করেছিল এই মিনি ম্যারাথনে। নারায়ণ হেলথ, শক্তি ফাউন্ডেশন, সাইনিং আর্থ ফাউন্ডেশন, হাওড়ার স্পোর্টস অ্যান্ড জয় অ্যাথলেটিক ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি এবং কলকাতা পুলিশ সহযোগিতা ছাড়া এই মিনি ম্যারাথন আয়োজন করা সম্ভব ছিল না বলি জানানো হয়েছে এনসিসির তরফে।
