আজকাল ওয়েবডেস্ক: জোকার ইএসআই হাসপাতাল চত্বরে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে হাসপাতালের বিল্ডিংয়ের পিছন থেকে উদ্ধার করা হল যুবকের রক্তাক্ত দেহ। আত্মহত্যা না খুন, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম, রৌনক ভট্টাচার্য। ২৯ বছরের যুবক মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। আজ সকালে ইএসআই হাসপাতালের চারতলা বিল্ডিংয়ের পিছনে যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে। দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, যুবক হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর কিছু শারীরিক সমস্যাও ছিল। শিরদাঁড়ায় যন্ত্রণা এবং চাকরি না পাওয়ার জন্য মানসিক অবসাদে ভুগতেন তিনি। অবসাদের জেরেই যুবক আত্মহত্যা করতে পারেন।
