আজকাল ওয়েবডেস্ক: কসবা থানার অন্তর্গত ৭৭জি, বোসপুকুর রোডে একতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৬৪ বছরের এক ব্যক্তির নিথর দেহ। মৃতের নাম সুমিত সেন, বাবা প্রয়াত বিদ্যুৎ সেন।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমেই প্রথম এই তথ্য পায় কসবা থানা। জানা যায়, বিগত তিনদিন ধরে ফ্ল্যাটের কেউই বাইরে আসছেন না দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার এলাকাবাসীরা সুমিত সেনকে ফ্ল্যাটের ভিতর অচল অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই ঘরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অর্চনা সেন (৫০) ও কন্যা সম্প্রীতি সেন (৩৫)।
দু’জনেই মানসিক সমস্যায় ভুগছেন বলে স্থানীয়দের দাবি। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা যেত না, এবং বেশিরভাগ সময়ই পরিবারটি নিজেদের ঘরেই আটকে রাখতেন।
ফ্ল্যাটের কেউ তিন দিন ধরে বাইরে না আসায় উদ্বিগ্ন হলে স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা খোলার পর দেখা যায় সুমিত সেনের দেহ নিথর অবস্থায় পড়ে রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সম্প্রতি সেখান থেকে অবসর নিয়েছিলেন।
এলাকাবাসীরাই অনেক সময় পরিবারের খাবারের দায়িত্ব নিতেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
