আজকাল ওয়েবডেস্ক:‌ জ্যোতিপ্রিয় তদন্তে অসহযোগিতা করছেন। এমনটাই দাবি ইডির। আর তাই জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হল। শুক্রবার ভোর রাতে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অসুস্থ হয়ে পড়ায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  এদিকে, ইডির দাবি রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েও যুক্ত। সূত্রের খবর, ইডির হাতে উঠে এসছে দুটি মোবাইল ফোনের হোয়াটস্যাপ চ্যাট।