আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করলেন জুনিয়ার চিকিৎসকরা। ৩১ অগাস্ট সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যাবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টরস ফ্রন্ট।
এবার থেকে প্রতিদিনই নির্দিষ্ট সময়ে নিয়ম করে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ। রোগীদের প্রতি দায়বদ্ধতা রয়েছে চিকিৎসকদের। সেই দায়বদ্ধতার তাগিদেই নয়া কর্মসূচির ঘোষণা করছেন জুনিয়ার চিকিৎসকরা। এবার থেকে ফোনের মাধ্যমেই জুনিয়ার চিকিৎসকদের তরফে পাওয়া যাবে চিকিৎসা পরিষেবা।
রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে নির্দিষ্ট হোয়াটস অ্যাপ নম্বরও দেওয়া হয়েছে জুনিয়ার চিকিৎসকদের তরফে। হোয়াটস অ্যাপ নম্বরগুলি হল, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯। এই নম্বরগুলিতে হোয়াটস অ্যাপ করে নিজেদের শারীরিক সমস্যার কথা জানিয়ে ওষুধ নিতে পারবেন আম জনতা।
টেলিমেডিসিন পরিষেবার পাশাপাশি আরও বেশ কয়েকটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে জুনিয়ার চিকিৎসকদের তরফে। আগামী রবিবার সারা রাজ্যের মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকাগুলিতে একটি করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করবেন জুনিয়ার চিকিৎসকরা। সেটাও চলবে সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখান থেকেও সরাসরি চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, কোভিডের সময়ও দেশে চালু হয়েছিল টেলিমেডিসিন পরিষেবা। মহামারিকালে এই পরিষেবা থেকে হয়েছেন বহু মানুষ। সেই টেলিমেডিসিন পরিষেবাই আবার ফিরল।
