আজকাল ওয়েবডেস্ক: ছাত্র সমাজের নবান্ন অভিযানে আক্রান্ত সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে এবার নিয়ে যাওয়া হল হায়দরাবাদে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, দেবাশিসের সঙ্গে তাঁর পরিবারও গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি দল পৌঁছে গিয়েছে হায়দরাবাদে।

 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি জানিয়ে দিয়েছেন, দেবাশিসের চিকিৎসার সমস্ত খরচ নেবে রাজ্য সরকার। ওই সার্জেন্টের সুস্থতা কামনা করে একটি চিঠিও পাঠিয়েছেন মমতা। তাঁকে দেখে এসেছেন প্রাক্তন মুখ্যসচিব বিপি গোপালিকাও। নবান্ন অভিযান চলাকালীন এক প্রতিবাদকারীর ছোঁড়া ইট এসে লাগে দেবাশিস বাবুর বাঁ চোখে।

 

 

তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে প্রাথমিকভাবে জানানো হয়, পুলিশকর্মীর চোখের পরিস্থিতি খুব একটা ভাল নয়। বাঁ চোখের দৃষ্টি হারানোর সম্ভাবনা রয়েছে। এরপর অবস্থার খানিকটা উন্নতি হতেই তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে হায়দরাবাদে।