আজকাল ওয়েবডেস্ক: ভরসন্ধ্যায় রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগের তীর স্বামী ও তাঁর বন্ধুবান্ধবের দিকে। ঘটনাটি বেলঘরিয়ার ২৩ নম্বর ওয়ার্ডের। 

 

 

কামারহাটি পৌরসভার অন্তর্গত ওই এলাকা। ঘটনাটি ঘটেছে বিকেল পাঁচটা নাগাদ। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়েরা সেই দৃশ্য দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বেলঘরিয়ার আর্য নগরের অনুপমা রোডে। ওই মহিলা খড়দহের বাসিন্দা। বিকেল পাঁচটা নাগাদ তিনি ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় তাঁর স্বামী দুইজন বন্ধুকে নিয়ে বাইকে করে এসে ওই মহিলার পথ আটকান। এরপর জারে করে কেরোসিন ওই মহিলার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর চম্পট দেয় সেখান থেকে। মহিলার চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। 

 


জানা গিয়েছে, খবর দেওয়া হয় পুলিশে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।  ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। অভিযুক্ত স্বামী ও তাঁর দুই বন্ধু পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।