আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা বঙ্গে। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে লু বইবার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে কমলা সতর্কতা। এছাড়া দক্ষিণের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি অস্বস্তিকর পরিস্থিতি ও তীব্র গরম থাকবে কলকাতাতেও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, উত্তরের মালদা ও দুই দিনাজপুরে বুধ থেকে রবিবার অবধি রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, ত্রিপুরা, গোয়া সহ একাধিক রাজ্যে।
এদিকে, উত্তরের মালদা ও দুই দিনাজপুরে বুধ থেকে রবিবার অবধি রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, ত্রিপুরা, গোয়া সহ একাধিক রাজ্যে।
