তীর্থঙ্কর দাস: ফের শহরে মহিলাকে  হেনস্তার অভিযোগ। মঙ্গলবার সকাল ১১: ৫০ নাগাদ কলকাতার জেনারেল পোস্ট অফিসের মহিলা কর্মী বাথরুমে যান। অস্থায়ী এক কর্মী বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলার ছবি তুলছিলেন এমনটাই অভিযোগ।

 

তবে হাতেনাতে তাকে ধরে ফেলে পোস্ট অফিসের কর্মীরা। খবর যায় পুলিশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম ভিকি মল্লিক (৩৪)। জেনারেল পোস্ট অফিসের অস্থায়ী কর্মী ভিকি। অভিযুক্ত উল্টোডাঙার বাসিন্দা।

 

ইতিমধ্যে অভিযোগকারীনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তারই সহকর্মী ভিকি মল্লিককে। যে মোবাইল ফোনটি ব্যবহার করে অভিযুক্ত ছবি তুলেছিল  সেই মোবাইল ফোনটি ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। 

 

এই ঘটনা ফের একবার নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল।