আজকাল ওয়েবডেস্ক: বড় দিনের প্রাক্কালে এক অভাবনীয় দিনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ২৪ ডিসেম্বর ব্রিগেডে "লক্ষ কণ্ঠে গীতাপাঠ" অনুষ্ঠান। তারই সূচনা হল শনিবার। বিভিন্ন আশ্রমের সাধু-সন্ন্যাসীরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। শনিবার সকালে বাবুঘাটে গঙ্গার জল তুলে শোভাযাত্রা করে ব্রিগেড পর্যন্ত আসেন সাধু-সন্ন্যাসীরা। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজ নিয়ে আসা হয়েছে ব্রিগেডে। বিভিন্ন আশ্রম থেকে আনা হয়েছে মাটি। খুঁটিপুজো করে শনিবার থেকেই মূলমঞ্চ বানানোর কাজ শুরু। ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠান উপলক্ষ্যে এক লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা ছিল কিন্তু তা ছাপিয়ে গিয়ে প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হতে পারে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। অন্যদিকে রাজ্য সরকারকে তারা অনুরোধ করেছেন যে, ২৪ ডিসেম্বর প্রশাসন যেন তাদেরকে সহায়তা করে। এই অনুষ্ঠানে থাকবে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম। গীতা পাঠ অনুষ্ঠানে যোগদানকারীদের কোনওরকম অসুবিধার মুখে যেন পড়তে না হয় সেদিকে নজর রাখছেন উদ্যোক্তারা।