আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেহালার এক কালীপুজোর মণ্ডপ পুড়ে ছাই হয়ে গেল।
সোমবার রাতে শহরজুড়ে যখন আলোর উৎসব। ঠিক তখনই বেহালার পূর্বাশা অঞ্চলে নামল অন্ধকারের ছায়া। রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই আগুন ধরে যায় পূর্বাশা আঞ্চলিক যুবক সংঘের পুজো মণ্ডপে। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে গোটা মণ্ডপ জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সবাই।
জানা গেছে পুজো শুরুর আগেই আগুনে প্রায় ভস্মীভূত হয়ে যায় মণ্ডপটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেউ প্রথমে ভাবতেই পারেননি এরকম ঘটনা ঘটে যাবে। দাহ্য পদার্থে তৈরি মণ্ডপটি কয়েক মিনিটের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় আধঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুজো উদ্যোক্তাদের এক সদস্য বলেন, ‘সব কিছু শেষ হয়ে গেল। তবে মায়ের প্রতিমা রক্ষা পেয়েছে।’ দমকলের প্রাথমিক অনুমান, মণ্ডপের ভেতরে জ্বালানো আতশবাজি বা শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
এদিকে, কালীপুজোর রাতে বেহালার পুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। দমকল সূত্রে জানানো হয়েছে, উৎসবের মরসুমে শহর ও শহরতলিতে নজরদারি আরও জোরদার করা হবে। একইসঙ্গে আতশবাজি ব্যবহার ও বৈদ্যুতিক সংযোগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সর্বস্তরের মানুষকে।
