আজকাল ওয়েবডেস্ক: চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকরা। এদিন সাতসকালে প্রথমেই নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখানে চলে তল্লাশি। উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী এবং তাঁর ছেলে অভীক বাগচী।
প্রয়াগ গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালায় জোকা এলাকার একটি ঠিকানাতেও। প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ মার্চ ওই অর্থলগ্নি সংস্থার মালিক এবং তাঁর পুত্রকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতে তদন্তভার আসে ইডির হাতে। সেই সূত্রেই এদিন আলিপুরে অভিযান চালান ইডি আধিকারিকরা।
