আজকাল ওয়েবডেস্ক: গত বুধবার দুপুর থেকে উত্তাল গোটা দেশ। সংসদের নতুন ভবনে শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকা গ্যালারি থেকে কক্ষে ঝাঁপ দেয় দুজন। প্রশ্ন ওঠে সংসদ এবং দেশের নিরাপত্তা নিয়ে। সংসদে হামলা এবং স্মোককাণ্ডে মূলচক্রী হিসেবে উঠে আসে ললিত ঝার নাম। ললিত প্রসঙ্গে খোঁজ করতে গিয়েই উঠে আসে বাংলার প্রসঙ্গ। ললিতের শহরে দুটি জায়গায় ঠিকানার খোঁজ মিলেছিল আগেই। একটি বড়বাজারে, একটি বাগুইআটিতে। ললিতের পরিবারের লোকজন বাগুইআটির বাড়ি থেকে ১০ ডিসেম্বর বিহারে গিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ললিত ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে। ললিত সম্পর্কিত তথ্য পেতে সোমবারেই কলকাতায় আসে দিল্লি পুলিশের টিম। মঙ্গলবার সকালে ইকোপার্ক থানায় পৌঁছয় দিল্লি পুলিশের টিম। সেখান থেকে টিম যায় ললিতের বাগুইআটির বাড়িতে।
