আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় দুপুরে হঠাৎই আরজি কর হাসপাতালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ১০ দিন আগেই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন তিনি। এদিন ফের আরজি করের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সেখান পৌঁছন সিপি। সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকরাও। এদিন আরজি করে পৌঁছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মনোজ ভার্মা এমার্জেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগে যান।

 

 

লালবাজার সূত্রে খবর, হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, তাও তিনি পর্যালোচনা করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে পুলিশি নিরাপত্তার সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদেরও। এদিন কলকাতা পুলিশের সিপি তাঁদের সঙ্গেও কথা বলেন।

 

প্রসঙ্গত, আরজি করের মামলায় সুপ্রিম কোর্টে এর আগের শুনানিতে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসক নিরাপত্তা নিয়ে। প্রশ্ন ওঠে। রাজ্যের তরফে জানানো হয়, সমস্ত মেডিক্যাল কলেজে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে যার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

 

 

তার মধ্যে সাগর দত্ত হাসপাতালের ঘটনায় ফের উত্তপ্ত রাজ্য। এর মধ্যেই আরজি করে এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি। উল্লেখ্য, এর আগে  ১৯ সেপ্টেম্বর সিআইএসএফ জওয়ানদের সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেছিলেন মনোজ ভার্মা।