তীর্থঙ্কর দাস: শহরে ফের হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার। ইএম বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে কর্মরত তিনি। শুক্রবার, হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন। আটটা নাগাদ ক্যাব চালকের আসতে দেরি হওয়ায়,  তাঁর বুকিং ক্যানসেল করে দেন।

 

অভিযোগ, বুকিং ক্যানসেলের পরই ক্যাবচালক মহিলাকে অশালীন ভিডিও এবং মেসেজ পাঠান। এমনকি ফোন করে হুমকিও দেন। অভিযোগ, ক্যাব চালক জুনিয়র চিকিৎসককে ফোন করে ১৭ বার। ফোন করে হুমকি দেন। জানা গিয়েছে চালকের নাম রাজু দাস। ইতিমধ্যে কল রেকর্ডিং ভাইরাল সমাজমাধ্যমে।

 

আজকাল ডট ইনকে অভিযোগকারিনী জানিয়েছেন, ঘটনা ঘটার দশ মিনিট পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি যে আমার সঙ্গে এরকম কিছু ঘটল। কিছুক্ষণ আগে পুলিশ আমাকে জানিয়েছে ইতিমধ্যেই ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার তরফে জুনিয়র ডাক্তারকে জানানো হয়েছে যে চালকের অ্যাকাউন্ট  সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতেই কলকাতার পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, সাইবার সেলকে ইমেইলের মাধ্যমে অভিযোগ জানান। শনিবার দুপুর দুটো নাগাদ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে চিকিৎসক সুনন্দন বসু এবং তন্ময় ব্যানার্জি মহিলাকে নিয়ে পূর্ব যাদবপুর থানায় যান। লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে বিএনএস- এর একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।