আজকাল ওয়েবডেস্ক : ম্যাচ শেষের পর আবেগ সামলাতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। তারপর সতীর্থ, স্ত্রীয়ের সঙ্গে সেলিব্রেশনে মাতেন। অবশেষে যখন মাঠে দাঁড়িয়ে ম্যাথিউ হেডেনকে সাক্ষাৎকার দিলেন, তখন অনেকটাই নিজের আবেগ সামলে নিয়েছেন। তবে এত সহজে কি আর ১৮ বছরের উচ্ছ্বাস আয়ত্বে আনা যায়! পারলেন না বিরাটও। বরাবরই আবেগপ্রবণ। আইপিএল জেতার পর প্রথম সাক্ষাৎকারেই নিজের মন উজাড় করে দিলেন। জানালেন, নিজের যৌবন, সেরা সময় এবং অভিজ্ঞতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়েছেন। তাই একটু বেশি মাত্রায় আবেগপ্রবণ তিনি। কোহলি বলেন, 'এই জয় ফ্যানদের এবং দলের। শুধু আমার একার নয়। আমি নিজের যৌবন, সেরা সময় এবং অভিজ্ঞতা, সবটাই বেঙ্গালুরুকে উজাড় করে দিয়েছি। প্রত্যেক বছর জয়ের আশায় মাঠে নামি। কখনও ভাবিনি এই দিনটা আসবে। তাই শেষ বলের পর আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার এনার্জি সহ সবটুকু এই ফ্র্যাঞ্চাইজিকে নিংড়ে দিয়েছি। তাই দারুণ লাগছে।'
তিনিই একমাত্র প্লেয়ার যে টানা ১৮ বছর ধরে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন। মাঝে অন্য দলে যাওয়ার খেয়াল যে হয়নি সেটা নয়। কিন্তু লক্ষ্য ছিল আরসিবির হয়েই চ্যাম্পিয়ন হওয়া। অবশেষে সেই লক্ষ্যপূরণ হয়েছে। শেষদিন পর্যন্ত বেঙ্গালুরুতেই খেলতে চান। কোহলি বলেন, 'আমি ১৮ বছরে নিজের সবটুকু দিয়েছি। আমি ফ্র্যাঞ্চাইজির প্রতি আনুগত্য দেখিয়েছি। মাঝে কয়েকবার অন্যত্র যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু আরসিবির হয়েই আইপিএল জেতার স্বপ্ন ছিল। আমার হৃদয় এবং আত্মা বেঙ্গালুরুর সঙ্গে আছে। শেষদিন পর্যন্ত আমি এখানেই খেলব। আমি সবসময় বড় টুর্নামেন্ট জিততে চাই। এটা মিসিং ছিল। আজ রাতে শিশুর মতো ঘুমোবো।'
আইপিএল জয়ে সামিল হন প্রিয় বন্ধু এবি ডি'ভিলিয়ার্স। কোহলির ডাকে সাড়া দিয়ে আহমেদাবাদে উপস্থিত ছিলেন প্রোটিয়া তারকা। ম্যাচ শেষে এবিডির সঙ্গে উচ্ছ্বাসে মাতেন কোহলি। এমনকী বন্ধুকে মঞ্চে উঠে তাঁদের সঙ্গে আইপিএল ট্রফি গ্রহণ করার আবেদন জানান। বিরাট বলেন, 'আরসিবির হয়ে ও যা করেছে, এককথায় অনবদ্য। আমি ওকে বলেছি, এই ট্রফি ওরও। বেঙ্গালুরুর হয়ে এখনও সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হয়েছে ও। তার থেকেই ওর দলের ওপর প্রভাব বোঝা যাচ্ছে। ওর আমাদের সঙ্গে পুরস্কার মঞ্চে থাকা উচিত।' অনেকেই আশঙ্কা করেছিল, টি-২০ বিশ্বকাপের মতো আইপিএল জয়ের পর ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে অবসর নিয়ে নিতে পারেন কোহলি। কিন্তু এদিন তেমন কিছু জানাননি। তবে খুব বেশি দিন যে চালিয়ে যেতে পারবেন না, তার ইঙ্গিত দেন। নাম না করে, রোহিত শর্মার প্রসঙ্গ টানেন। কোহলি বলেন, 'আমাদের খুব বেশি দিন খেলার সুযোগ নেই। আমি আইপিএল ছাড়ার আগে, সবকিছু অর্জন করতে চাই। আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না। আমি ফিল্ডিং করতে চাই। আমাদের ম্যানেজমেন্ট খুবই সাহায্য করেছে। সঠিক প্লেয়ার, ম্যাচ উইনার রয়েছে দলে। এই দলটার মধ্যে আত্মবিশ্বাস ছিল। প্রত্যেকে অবদান রেখেছে। তাই সাফল্য এসেছে।' আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দিনও টেস্ট ক্রিকেটের গুরুত্বের কথা তুলে ধরেন বিরাট। তরুণ প্রজন্মকে লাল বলের ক্রিকেটে ফোকাস করায় পরামর্শ দেন। জানান, টেস্ট খেলতে পারলে, সবধরনের ক্রিকেট খেলা সম্ভব।
