আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএল মরশুমটা একেবারেই ভাল যায়নি চেন্নাই সুপার কিংসের। এখনও পর্যন্ত ন'টি ম্যাচে মাত্র দুইটি জয় পেয়ে, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে সিএসকে।

প্লে-অফের আশা থাকলেও খাতায় কলমে অনেকটাই কঠিন। এর মধ্যেই আগামী মরশুমের আগে দলে বড় রদবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এছাড়াও, মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত নিয়েও উঠেছে প্রশ্ন।

তবে সুরেশ রায়নার মতে, আরও একটা মরশুম খেলতে দেখা যাবে ধোনিকে। চেন্নাইয়ের এবারের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে রায়না বলেন, 'দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই খারাপ অবস্থা। আশা করি আগামী মরশুমে আরও ভালো পরিকল্পনা নিয়ে আসবে সিএসকে। ধোনি অবশ্যই আরও একটি মরশুম খেলবেন।'

চেন্নাইয়ের মেগা নিলাম প্রসঙ্গে রায়না জানান, 'ধোনি সবসময় নিলামে সরাসরি যুক্ত থাকেন না। কিন্তু আমি কখনও কোনো নিলামে অংশ নিইনি। আমি শুধু রিটেন করা খেলোয়াড়দের ব্যাপারে কথা বলতাম। হয়তো ধোনির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।'

এবারের মরশুমে ব্যাট হাতে বড় কোনও ম্যাচজয়ী ইনিংস খেলতে পারেননি ধোনি। তবে রায়নার মতে, ৪৩ বছর বয়সে ধোনির কাছ থেকে অতিরিক্ত কিছু প্রত্যাশা করাও ঠিক নয়।