আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ফাইনালে ব্যর্থতার জন্য শ্রেয়স আইয়ারের তুলোধোনা করলেন যোগরাজ সিং। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যেভাবে আউট হয়েছেন, সেটাকে অপরাধমূলক আচরণের অ্যাখ্যা দিলেন যুবরাজ সিংয়ের বাবা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। শ্রেয়সের উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র দুই বল টেকেন। রোমারিও শেফার্ডের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। ফাইনালের মতো একটা হাই-প্রোফাইল ম্যাচে এইভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার। যোগরাজ বলেন, 'আমি মনে করি, ফাইনালে শ্রেয়স যে শটটা খেলেছে সেটা অপরাধমূলক। অশোক মানকড় আমাকে এটা বলেছে। ৩০২ ধারার অধীনে এই অপরাধ পড়ে। ও বলেছে, এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। দুই ম্যাচের জন্য নির্বাসিত করা উচিত। শ্রেয়স যা করেছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এর কোনও ক্ষমা হয় না।' ক্রিকেটে এমন হতেই পারে। কিন্তু মুম্বই ম্যাচে দুরন্ত ইনিংসের পর বিগ ফাইনালে এইভাবে অধিনায়কের ফিরে যাওয়া মানতে পারছেন না যোগরাজ।
টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। একটা সময় পর্যন্ত বিপক্ষের রান চেপে রেখেছিল পাঞ্জাব। নিয়মিত উইকেট হারায় বেঙ্গালুরু। কিন্তু জেমিসনের একটা ওভারে ২৩ রান ওঠে। এটাই পার্থক্য গড়ে দেয়। সংক্ষিপ্ত ইনিংসে দলের রানের গতি বাড়ান জীতেশ। পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে পাঞ্জাবের দুই ওপেনার। তাঁরা ফিরে যাওয়ার পর দলকে টেনে নিয়ে যান জস ইংলিশ। তখনও প্রবলভাবে ম্যাচে ছিল পাঞ্জাব। কিন্তু শ্রেয়স আউট হতেই ম্যাচের ভবিষ্যৎ গড়ে যায়। শেষদিকে শশাঙ্ক সিং চেষ্টা করলেও, অনেক দেরী হয়ে গিয়েছিল।
