আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর মুখে বড় বিতর্ক সৃষ্টি করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর অধিনায়কত্ব বদল নিয়ে বিদ্রুপ করা হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। চলতি আইপিএলের আগে রজত পতিদারকে অধিনায়ক ঘোষণা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন নেতা হিসেবে আত্মপ্রকাশ হওয়ার আগে ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়কদের থেকে শুভেচ্ছাবার্তা পান তরুণ অধিনায়ক। ভিডিও বার্তায় রজতকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি এবং ফাফ ডু'প্লেসি।‌ নতুন মরশুমের জন্য তাঁকে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু আরসিবির 'মিস্টার ন্যাগস' এই প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে কটাক্ষ করেন। 

গুজরাট টাইটান্স থেকে মুম্বইয়ে ফেরার পর হার্দিক পাণ্ডিয়াকে‌ অধিনায়ক ঘোষণা করা হয়। রোহিত শর্মাকে সরানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভক্তরা। ফ্যানরা সমালোচনার ঝড় বইয়ে দেয়। রোহিত এবং হার্দিকের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব পড়ে দলের পারফরম্যান্সে। গত আইপিএলে দেশের প্রত্যেক স্টেডিয়ামে হার্দিককে কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে চলে যায় সমর্থকরা। আরসিবির পোস্ট করা ভিডিওতে মিস্টার ন্যাগস পতিদারকে জিজ্ঞেস করেন, 'রজত, তুমি অধিনায়ক হয়েছো। আরসিবির প্রাক্তন অধিনায়করা তোমাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। যেমন বিরাট এবং ফ্যাফ তোমাকে বার্তা পাঠায়। তোমার কি মনে হয় অন্যান্য দলগুলোর এমনভাবেই নেতৃত্বে বদল আনা উচিত ছিল?'

ফাঁদে পা দেননি আরসিবির নতুন অধিনায়ক। পতিদার বলেন, 'আমি দুঃখিত। বাকিরা কী করছে, বা কী করছে না, সেটা আমি জানার চেষ্টা করি না।' এর উত্তরে ফের মিস্টার ন্যাগস বলেন, 'তুমি এত নিষ্পাপ রজত। সত্যিই তুমি জানো না? তাহলে তুমি হাসছো কেন? ও বলতে চেয়েছে, ম্যাই নেহি জানতা।' তাঁদের এই কথপোকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মিম তৈরি হয়েছে। মরশুম শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ১-০ তে এগিয়ে গিয়েছে আরসিবি। প্রসঙ্গত, গতবছর হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মুম্বইয়ের। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তাঁকে সাহায্যের হাত বাড়াতে তৈরি রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা।‌ পাশা বদলানোর অপেক্ষায় মুম্বই।